
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:-
দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় ঈদের দিন নতুন শাড়ি পরিধান করে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে উর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত সোমবার (৩১ মার্চ) সকালে রান্নাঘরে আগুনের ঘটনায় দগ্ধ হলে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উর্মি আক্তার আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার মোহাম্মদ নঈম উদ্দিনের স্ত্রী। গত ২০২১ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মৃত গৃহবধূ আনোয়ারা উপজেলার ডুমুরিয়ার রুদ্রুরা এলাকার মো. সেলিম উদ্দিনের কন্যা বলে জানা যায়।
সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল ১১টার দিকে নতুন শাড়ি পরে লাকড়ির চুলায় রান্না করছিলেন উর্মি। এ সময় চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে। একপর্যায়ে রান্নাঘর থেকে বের হয়ে তিনি চিৎকার শুরু করেন। এ সময় বাড়ি ও এলাকার লোকজন এসে আগুন নেভাতে গেলে তার স্বামী ও চাচাতো দেবরও আহত হন। তার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়্যবুর রহমান বলেন, “ঈদের দিন দুপুরে রান্নাঘরে চুলার আগুনে দগ্ধ গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”