আ. লীগ নেতাদের নিয়ে ঈদ উপহার বিতরণ করলেন ইউএনও

আ. লীগ নেতাদের নিয়ে ঈদ উপহার বিতরণ করলেন ইউএনও

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রধান উপদেষ্টার দপ্তরের ঈদ উপহার আ.লীগ নেতা মোজাম্মেল হক ইকবাল ও যুবলীগ নেতা গোলাম ফরিদ খোকাকে নিয়ে বিতরণ করেছেন ইউএনও জনি রায়।

এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও দাওয়াত করা হয়নি। ফলে ইউএনও আওয়ামী লীগের দোসরদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। তখন অনুষ্ঠান মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এবং সেলবরষ ইউপি যুবলীগের আহবায়ক ও সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকাকে মঞ্চে দেখা যায়।

শাড়ি বিতরণ অনুষ্টানে ফ্যাসিস্ট দোসরদের দেখা গেলেও বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। অনেকে অভিযোগ করেছেন, ইউএনও জনি রায় আওয়ামী লীগের নেতাদের কৌশলে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে অভিযোগ রয়েছে ইউএনও জনি রায় ধর্মপাশা উপজেলায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *