
নিউজ ডেস্কঃ
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে ” শ্রমিক মালিক এক হয়ে, গরবো এ দেশ নতুন করে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ০১ লা মে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
এই উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে র্যালিটির সমাপ্তি ঘটে। এরপর উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (কালাই ) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক আব্দুল আলিম সহ আরো অনেকে।
অত্র সভার সভাপতি ইউএনও সমাপনী বক্তব্যে বলেন শ্রমিকের মজুরি, শ্রমিকের গায়ের ঘাম শুকাইবার পূর্বে শ্রমিকের পারিশ্রমিক দেওয়া প্রত্যেকের উচিত। এছাড়াও তিনি আরো বলেন অন্যায় ভাবে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করা এবং অমানবিক ব্যবহার করা কোন মালিকের পক্ষে ঠিক হবে না কারণ তারাও রক্ত মাংসের গড়া মানুষ। মিলেমিশে সুন্দরভাবে দেশ গড়ার পরামর্শ দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা সভা সমাপ্ত করেন।