
কালাই জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ শে এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে পহেলা মে দিবস জাঁকজমক ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) কালাই ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও নায়েবেআমির আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, উপজেলা ওলামা সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ আরো অনেকে।
এ সময় অত্র প্রস্তুতিমূলক সভায় অফিসারগন, উপজেলার ৫ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে অত্র সভার সভাপতি ইউএনও মহোদয় সকলের অবগতির জন্য বলেন আগামী বৃহস্পতিবার ১ লা মে উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করার কথা জানিয়ে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।