জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্ম বিরতি ও মানববন্ধন

জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্ম বিরতি ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুহাটে আদালত প্রাঙ্গণে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত
করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবীতে কর্মবিরতি ও মানব বন্ধন পালন করেছে আদালতের কর্মচারীরা।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জয়পুরহাট আদালত প্রাঙ্গনে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।

এসময় উপস্থিত বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতে হবে। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা। আর বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী তাদের।

এসময বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী ও সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *