
ঝিনাইদহ প্রতিনিধি :-
বিজিবির অভিযানে ২৫ পিস ক্যান্সারের ইনজেকশন ও মাদক জব্দ । চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার-৬৭ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। নায়েক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোঃ শওকতের পুকুরপাড় এলাকা থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া পৃথক এক অভিযানে ভারতীয় ক্যান্সার চিকিৎসার ওষুধ Azacitidine for Injection (100 Mg) ২০ পিস এবং Vinblastine Sulphate Injection (10 Mg) ৫ পিসসহ মোট ২৫ পিস ওষুধ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদক ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।