ঠাকুরগাঁওয় প্রতিনিধিঃ
জন্মের পর থেকেই বিরল রোগ ''থ্যালাসেমিয়ায়'' আক্রান্ত দুই ভাই মানবতর জীবনযাপন করছেন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে দুই ছেলে অঝোরে কাঁদছেন অসহায় বাবা। বাবার এমন অসহায়ত্বের গল্প হার হার মানাবে সিনেমাকেও ঠাকুরগাঁও এর হরিপুর দেখা মিলবে সেই হতভাগ্য বাবা-ছেলেদের সংগ্রামের করুন দৃশ্য।
জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রব হোসেন ও মো:আহাদ নামের দুই জমজ ভাই। দেখে ৮ কিংবা ১০ বছরের বাচ্চা মনে হলেও তাদের বয়স ২১ বছর যে সময়টায় হয়তো কর্মক্ষম হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিলো কিন্ত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে হারিয়েছ শৈশব হারিয়েছেন, পেটের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সিরাজুল ইসলাম এবং মা আনোয়ারা বেগম প্রতি মাসে দুই ছেলেকে ৪ থেকে ৫ ব্যাগ রক্ত দিতে গিয়ে সংসারের ভারও বহন করতে পারছেন না। দুই ছেলের জীবন বাঁচাতে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা প্রতিনিয়ত ভেঙে পড়ছেন।
মূলত থ্যালাসেমিয়া হলো রক্তের একটি বংশগত সমস্যা যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারেনা খুব গুরুতর রক্তস্বল্পতার কারণে আজীবন রক্ত দেওয়ার প্রয়োজন হয় কিন্তু সময় মতো পরীক্ষা এবং সতর্কতার মাধ্যমে অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।দেশ এবং দেশের বাহিরের সকলের নিকট এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।