
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী প্রতি বছরের মতো এবারও বাহাদুর বাজারস্থ তাদের নিজস্ব কার্যালয় নবরূপী প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করে।
শনিবার রাতে নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা করেন সাবেক দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, প্রফেসর এম.এম জব্বার, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকের রানা, সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, নবরূপীর সহ সভাপতি সুনীল চক্রবর্তী, মানস চক্রবর্তী, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলীয়া। এসময় দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। নবরূপীর সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ পরিচালিত সংগীত পরিবেশন করে আফিয়া হাসান রাফা, শিউলী দে, আখতারুজ্জামান, রনজিৎ কুমার রায় ও ফরহাদ আহম্মেদ। নবরূপীর সহ সাধারণ সম্পাদক রওনক আরা হক নীপার পরিচালনায় নবরূপীর ক্ষুদে নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।
তবলায় ছিলেন আমির আলী খান, গিটারে রাকিব হাসান রানা ও সাউন্ড নিয়ন্ত্রনে ছিলেন টুটুল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবরূপীর দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। বক্তারা বলেন, বাঙালীর শেকড় খুঁজতে হলে বৈশাখ ও বর্ষবরণ উৎসবকে প্রাণের উৎসব হিসেবে লালন করতে হবে। নবরূপী দীর্ঘদিন ধরে বাঙালী সংস্কৃতি চর্চাকে ধারণ করে যাচ্ছে। তারই কারণে নবরূপীর অনেক শিল্পী আজ দেশে বিদেশে গিয়ে নিজেদের সম্মানজনক অবস্থান করে নিয়েছে।