বাংলাদেশ সহ বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন পহেলা বৈশাখ ১৪৩২

সম্পাদকীয়

প্রতিটি বছর হাতছানি দেয় এই দিন এই নববর্ষ। ইংরেজি, আরবী নববর্ষের ন্যায় বাংলা নববর্ষ বরণ কে সামনে রেখে বাঙালির অনেক রূপরেখা ও কৌতুহল রয়েছে। তারপরেও বীর বাঙালি যথাযথ মর্যাদায় এই বাংলা নববর্ষকে বরণ করেন। বাংলাদেশ সহ সকল বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। অতীতের সকল দুঃখ,দুর্দশা,গ্লানি মুছে নতুন বছরে নতুন দিগন্তে এগিয়ে যাবে বাংলাদেশ। স্বাগত জানাই শুভ নববর্ষ ১৪৩২ বাংলা। আমরা সকলে আজ ভেদাভেদ ভুলে পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষকে বরণ করে নিব। নববর্ষের সূচনায় এই জাতি দেশ সুরভিত হবে।

পহেলা বৈশাখ কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী,অন্যান্য শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ নববর্ষকে বরণ করেন। আজ বাঙালি সাংস্কৃতিকে তুলে ধরতে প্রশাসনের আয়োজনে থাকবে পান্তা ইলিশ, বৈশাখী মেলা, আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান। এই ভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে থাকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। শুধু রাজধানীতে নয় সারাদেশের আনাচে-কানাচে গ্রামগঞ্জে, হাটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয় নতুন দিনের নতুন যাত্রা। খোলা হয় শুভ হাল খাতা। আজকের এই দিনে প্রত্যেকেরই মনে একটি আশা মুছে যাক গ্লানি, ঘুছে যাক জড়তা প্রাণ খুলে হাসবো সবাই আনন্দে হব মাতোয়ারা। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *