বিনা প্রতিদ্বন্ধীতায় বিআরডিবির চেয়ারম্যান আমিরুল চকদার, ভাইস চেয়ারম্যান সাংবাদিক আক্তার ভূঁইয়া

বিনা প্রতিদ্বন্ধীতায় বিআরডিবির চেয়ারম্যান আমিরুল চকদার, ভাইস চেয়ারম্যান সাংবাদিক আক্তার ভূঁইয়া

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমিরুল চকদার।
নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিরুল চকদারকে চেয়ারম্যান পদে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, সাংবাদিক আক্তার হোসেন ভূঁইয়াকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লি. নির্বাচন-২০২৫ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার।গত ২৭ মার্চ সকালে বিআরডিবি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন ভূঁইয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিআরডিবির সুফল যেন সাধারণ মানুষ পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *