সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক

সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠের সাংবাদিক

তালা সাতক্ষীরা প্রতিনিধি:-


সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি কালের কণ্ঠের রোকনুজ্জামান টিপু সাংবাদিকদের জোর আন্দোলনে জামিন পেয়েছেন। আজ (২৪ এপ্রিল) বৃহস্পতিবার সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করা হয়।

টিপুর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত। পরে জামিনের আদেশ জেলখানায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে শাস্তি দেওয়ার ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও সমাবেশ হয়।

সর্বশেষ বৃহস্পতিবার সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল এবং টিপুর জামিনের আবেদন করা হয়।

আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। ইতিমধ্যে আদালতের আদেশ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজই সাংবাদিক টিপু জেল থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন আবুল কালাম আজাদ।

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।

এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে—এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *