হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রামে।) প্রতিনিধি :-

চট্টগ্রাম পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৯২ ব্যাচ)এর পূর্নমিলনী করার লক্ষ্যে এক জরুরী প্রস্তুতি মূলক সভা আজ ০৭ এপ্রিল সোমবার বিকাল তিনটায় পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়াস্হ ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র মোঃ নজরুল ইসলামের অফিসে অনুষ্ঠিত হয়।


পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদ এর আহবায়ক অরবিন্দু চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাষ্টার মোঃ সেলিম এর সঞ্চালনায় পূর্ণ মিলনী অনুষ্ঠান এর কার্যক্রম ও করণীয় সম্পর্কে মতামত ও পরামর্শ মুলত আলোচনায় অংশ গ্রহন করেন যুগ্ম আহবায়ক এ, এস,এম মহিউদ্দিন ও শেখ আহমদ, সদস্য যথাক্রমে
ডাঃ আলম মুহাম্মদ শরীফ মিঠু , কে,এম, শাহজাহান, ইদ্রিস খান কফিল, শওকত আলী, নজরুল ইসলাম, মোঃ ইউনুস, এস, এম, দিদারুল ইসলাম ও টুলু মজুমদার টিটু।


উক্ত বৈঠকে পূর্ণমিলনী অনুষ্ঠানের করণীয় কার্যক্রমের খসড়া অনেক গুলো সিদ্ধান্ত তালিকাবদ্ধ করা হয় যা আগামী ০১/০৫/ ২০২৫ ইং তারিখে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় চুড়ান্ত করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান এর কার্যক্রমকে গতিশীল করার জন্য কিছু কার্যক্রম পর্যায়ক্রমে গ্রুফে সকল বন্ধুদের জানানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।


তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলঃ বন্ধুদের সাথে যোগাযোগ স্হাপন এবং পূর্ণ মিলনী অনুষ্ঠানে অংশগ্রহনের চুড়ান্ত প্রতিশ্রুতি নিশ্চিতকরনে এলাকা ভিত্তিক দায়িত্ব প্রদান।১) বেলমুড়ি- এ,এস,মহিউদ্দিন।
২) হাবিলাসদ্বীপ ও করনখাইন- অরবিন্দু চৌধুরী, সেলিম মাস্টার, বিশ্বজিৎ, টুলু মজুমদার ও মিহির দত্ত।
৩) উত্তর ও পূর্ব হুলাইন- শওকত আলী, ইদ্রিস খান কফিল ও শেখ আহমদ।
৪) মনসা- কামাল উদ্দিন ও এ,এস এম দিদারুল ইসলাম।
৫) দঃ হুলাইন, পাইরুল ও গৈড়লা, লড়িহরা – কে, এম, শাহজাহান।
পর্যায়ক্রমে বাকী কিছু সিদ্ধান্ত জানানো হবে এবং সভায় সকল বন্ধুদের সহযোগিতা, পরামর্শ, সক্রিয়তা ও আন্তরিকতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *