
হাকিমপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলির মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকায় জিয়া হোসেন নামে একজনকে চাপাতি দিয়ে হত্যার উদ্দ্যোশে আঘাত করে স্থানীয় মাদক ব্যবসায়ীসহ কয়েকজন। এর প্রতিবাদে জখমকারী ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন স্থানীয়রা ।
আজ মঙ্গলবার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া গ্রামবাসীর ব্যানারে বিভিন্ন স্লোগানে এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথায় উপস্থিত হয়।
পরে চারমাথা মোড়ে ইনসাফ আলী খুনি সন্ত্রাসী ও তার পরিবারকে উচ্ছেদ ও শাস্তির দাবীতে মানববন্ধন করেন তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য এলাকাবাসী বলেন, কয়েক দিন আগে ইনসাফ আলী প্রকাশে মাঠপাড়া এলাকায় জিয়াকে চাপাতি দিয়ে আঘাত করে। এলাকাবাসী ইনসাফ আলীকে চাপাতিসহ প্রশাসনের কাছে ধরে দেয়া হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। দ্রুত ইনসাফ আলীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।