ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল

ডিমলা( নীলফামারী) প্রতিনিধি :-

ডিমলায় শুক্রবার (৪ এপ্রিল) বিকালে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বরে মিলিত ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা নেত্রী বৃন্দ। এ সময় বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির যুগ্ম আহবায়ক আবু ইউসুব শাকিল ও রাশেদ ইসলাম জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থহাসিলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অফিসে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে।

ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতা-কর্মীরা জানান ৪শত জনের একটি ভূয়া কমিটি গঠন করেছে, যা প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাস ঘাতকতার করেছেন।

বিক্ষোভে ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফয়জুর রহমান ফয়েজ , রানা ইসলাম জানান প্রকৃত ছাত্র আন্দোলনের আদর্শের সাথে বেঈমানি করে গঠিত এই ভূয়া কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না। ডিমলার মাটিতে এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ড চলতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

এসময় আন্দোলনকারীরা প্রকৃত ছাত্র নেতৃত্বের অধীনে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাছে এই ভূয়া কমিটি বাতিসহ কমিটির চাঁদাবাজ নেতাদের প্রশ্রয় না দেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *