ঢাকা খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

ঢাকা খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

ঢাকা বিশেষ প্রতিনিধি: –

গত ০৬.০৪.২০২৫ইং রোজ রবিবার কিছু সংখ্যক অনলাইন নিউজ পোর্টালে খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। গত ২৭ /০৩/ ২০২৫ইং খিলক্ষেত ডুমনী তে এক ইফতার পার্টিকে কেন্দ্র করে কিছু সংখ্যক লোক মারপিট করে সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 ওসি কামাল হোসেন বলেন- আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে এটা সম্পন্ন মিথ্যা আইন কে আমরা সবাই শ্রদ্ধা করি অন্যায় কারীর বিচার হবে সে যে দলের লোক হোক। পূর্বের সংবাদে উল্লেখ আছে যে মিডিয়া কর্মীকে গালিগালাজ করা হয়েছে থানা থেকে মামলা নেয়া হয়নি এটা সম্পন্ন মিথ্যা।

 আমরা কাউকে গালিগালাজ করিনি এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের অবশ্যই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পাশাপাশি সকল মিডিয়া কর্মীকে আহবান জানাই যে কোন তথ্য সঠিক ভাবে যাচাই বাছাই করে সত্য কে সমাজের কাছে তুলে ধড়েন।

 আমার উপরে আনা অভিযোগ সম্পন্ন মিথ্যা বানোয়াট। আমরা আইন কে বিশ্বাস করি আইনের উর্দুে কেহ নয়। অন্যায় কারীকে আইনের আওতায় আনাই কাজ আমাদের।  পূর্বের নিউজে উল্লেখ আছে আমি নাকি পতিত সরকারের দালাল এরকম অপবাদ এর নিন্দা জানাই। আমি কোন দলভুক্ত কোনদিন ছিলাম না আর কোনদিন দলভুক্ত হবো না। 

আর আমার উপরে মিথ্যা অপবাদ দেয়ায় জাতির কাছে আমার প্রশ্ন যে মিডিয়া কর্মীরা সঠিক ভাবে যাচাই বাছাই করে কেন নিউজ করেন না। আমার বিরুদ্ধের সকল নিউজ আমি মন থেকে ঘৃনা প্রত্যাহার করলাম ও তিব্র নিন্দা প্রকাশ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *