সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি:-


নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।এসময় বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে সুলতান আহমেদ, মঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, জমশেদ আলী অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মুনছুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে একটি কমিটি প্রস্তুত করেছিলাম, সেটা পাঠানোর কথা বলি অথচ প্রধান শিক্ষক তার বিগত দিনের অনিয়ম ও দূর্নীতি আড়াল করতে ফ্যাসিবাদী কায়দায় গত ১৬ এপ্রিল চার সদস্য বিশিষ্ট মনগড়া এডহক কমিটি গঠন করে এনেছে। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে পূণরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানাই।

পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক হোসেন বলেন, আমি উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কের সাথে পরামর্শ করে ৩জনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছি, তারপর আর কিছু জানা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *