
ডেক্স রিপোর্ট:-
জয়পুরহাটের কালাই পৌরসভা সদর কালাই পাঁচশিরা বাজারের কসাইরা পশু জবাই করে ইচ্ছে মতো বাজারে দৈনিক মাংস বিক্রি করে আসছে নিয়ম নীতি ছাড়াই কাউকে তোয়াক্কা না করে । এমনকি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র ব্যতীত । ২৯ শে মার্চ ২০২৫ শনিবার সকাল ৯ টায় উক্ত পাঁচশিরা মাংস পট্টি ( বাজার ) পরিদর্শন কালে দেখতে পান উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক প্রদত্ত কোন প্রকার প্রত্যয়ন পত্র না নিয়ে পশু জবাই করার অপরাধে মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১ আইনের ধারা অনুযায়ী ৩ জন কসাইয়ের কাছ থেকে ১৫,০০০/= টাকা জরিমানা স্বরূপ আদায় করেন । বাজার পরিদর্শন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান এবং কালাই থানার এস আই ফিরোজ, পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য । এ সময় মাংস ক্রেতা ও জনসাধারণ মনের ক্ষোভ ব্যাক্ত করে বলেন এরকম মাঝে মধ্যে মাংস পট্টি (বাজার) পরিদর্শন করা বিশেষ দরকার । এতে ভাল মানের মাংস পাবো এবং সঠিক ওজন ও সঠিক দাম (মূল্য) পাওয়ার সম্ভাবনা রয়েছে।